ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে জাগরণী থিয়েটারের নবগঠিত উপদেষ্টাদের সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
সাভারে জাগরণী থিয়েটারের নবগঠিত উপদেষ্টাদের সংবর্ধনা

সাভারে জাগরণী থিয়েটারের নবগঠিত উপদেষ্টা মণ্ডলীর ৯ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) দিনগত রাতে সাভার কলেজ মিলনায়তন ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।

সাভার, ঢাকা: সাভারে জাগরণী থিয়েটারের নবগঠিত উপদেষ্টা মণ্ডলীর ৯ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) দিনগত রাতে সাভার কলেজ মিলনায়তন ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় জাগরণী থিয়েটারের নবগঠিত উপদেষ্টা মণ্ডলীদের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট দিয়ে বরণ করেন থিয়েটারের সভাপতি আজমল আমিন ও থিয়েটারের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ।

এসময় তিনি সাভারে থিয়েটারের বর্তমান অবস্থান ও থিয়েটারের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-জাগরণী থিয়েটারের নব উপদেষ্টা হিসেবে রাশেদ আহমেদ, রঞ্জন কুমার সরকার, কাজী এনামুল হক, শফিকুল আলম, সুজিত কুমার সাহা, আব্দুল কাদের তালুকদার, মো. ইলিয়াস খান, আবু নাসের বেগ ও আব্দুল বাকী। ‍
 
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগরণী থিয়েটারের সভাপ্রতি আজমল আমিন ও সাধারণ সম্পাদক স্বরণ সাহাসহ জাগরণী থিয়েটারের নাট্যকর্মী এবং সব শ্রেণীপেশার মানুষ।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।