ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
ময়মনসিংহে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

ময়মনসিংহে বন্ধুদের ছুরিকাঘাতে খুন হয়েছেন রবিন (২৫) নামে এক যুবক।

ময়মনসিংহ: ময়মনসিংহে বন্ধুদের ছুরিকাঘাতে খুন হয়েছেন রবিন (২৫) নামে এক যুবক।

শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর সেহড়া ডিবি রোডের হোমিওপ্যাথিক কলেজে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই কলেজের ভেতরে একসঙ্গে নেশা করার সময় তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে রবিনের পেটে ও পিঠে ছুরিকাঘাত করে চার বন্ধু।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় জীবন নামে এক বন্ধুকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬

এমএএএম/এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।