ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
সিদ্ধিরগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। ‌

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। ‌

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন মুন্সিগঞ্জের আমঘাটা এলাকায় মৃত জমিরুল সিকদারের ছেলে আবুল কালাম (২৪), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আব্দুল মালেকের ছেলে মনির হোসেন (১৮), একই উপজেলার ইসহাক মিয়া (৪৫) ও মাদারীপুরের জসিম ওরফে সেকেম আলী (৫৫)।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬

এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।