ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
কামরাঙ্গীরচরের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কামরাঙ্গীরচরের ঈদগাহ মাঠের পাশে একটি প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

পরে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।  

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতিকুল আলম চৌধুরী।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এজেডএস/এসজেএ/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।