ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
মহাখালীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় সোহরাব হোসেন (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঢাকা: রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় সোহরাব হোসেন (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

শনিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

সোহরাবের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছটি উপজেলায়। তিনি রাজধানীর নাখালপাড়ার আড়জোতপাড়ায় থেকে গুলশানের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা।

তিনি জানান, কমলাপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। মরদেহ তার পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬

এজেডএস/এএটি/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।