ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

গোপালগঞ্জের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) ভোরে ঢাকা- খুলনা মহাসড়কের ভূঁইয়া পাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, মা রুবি বেগম (২৮) ও ছেলে রিফাত (৬)। তাদের বাড়ি একই উপজেলার হরিদাসপুর গ্রামে।  

পুলিশ জানায়, গার্মেন্টস শ্রমিক হাসিব মোল্যা (৩৫) ঢাকা থেকে বাসার আসবাবপত্র নিয়ে ট্রাকে করে গ্রামের বাড়ি গোপালগঞ্জের হরিদাসপুরে আসছিলেন। এসময় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি রড বোঝাই ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয় তাদের বহনকারী অপর একটি ট্রাক। এতে ট্রাকের সামনে বসে থাকা মা রুবি বেগম ও ছেলে রিফাত ঘটনাস্থলে নিহত হন।

এ সময় হাসিব মোল্লাও গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে না দেখায় এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।