ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ৯ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
দিনাজপুরে ৯ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ নয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ নয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত পুলিশ সদস্য মো. হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আটকদের কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল, ৯৫ পিস ইয়াবা ও দুই কেজি ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিনাজপুরের বিভিন্ন থানায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।