ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মায়ানমারে শান্তি দেখতে চাই: শ্রিংলা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
মায়ানমারে শান্তি দেখতে চাই: শ্রিংলা ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভারত তার প্রতিবেশী দেশ মায়ানমারে শান্তি দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

ঢাকা: ভারত তার প্রতিবেশী দেশ মায়ানমারে শান্তি দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

তিনি আরও জানান, সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান হবে বলে আশা করে ভারত।

শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভারতের সংবিধান দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

অনুষ্ঠানের আয়োজন করে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি।

শ্রিংলা বলেন, ‘সম্প্রতি কূটনীতিকদের ব্রিফিংয়ের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী মায়ানমারের সাম্প্রতিক বিষয় নিয়ে বাংলাদেশের অবস্থানের কথা আমাদের জানিয়েছেন। আমরা শান্তি চাই। শুধু ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নয়, প্রতিবেশী দেশগুলোর সীমান্তেও আমরা শান্তি চাই’।

তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের শান্তির জন্য সব পক্ষকে একসঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে’।

বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের সাহায্যে ভারত এগিয়ে আসবে কি-না, এমন প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, বাংলাদেশের সব উদ্যোগের পাশে রয়েছে ভারত।

এর আগে ভারতের সংবিধান দিবসের আলোচনায় অংশ নেন আইন কমিশনের সদস্য প্রফেসর ড. এম শাহ আলম,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান প্রমুখ।


বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
জেপি/আরএইচএস/এসএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।