ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
দামুড়হুদায় নারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় বলদিয়া গ্রাম থেকে আশুরা খাতুন (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় বলদিয়া গ্রাম থেকে আশুরা খাতুন (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৬ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় আশুরার স্বামী সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আশুরার শ্বশুর বাড়ির লোকজন জানান, শুক্রবার রাতে আশুরা ও তার স্বামী সিরাজুল নিজেদের ঘরে ঘুমাচ্ছিলেন। সকালে উঠে আশুরাকে মৃত অবস্থায় দেখতে পান সিরাজুল। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, পারিবারিক কলহের জের ধরে আশুরাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।