ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতার বিকল্প নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতার বিকল্প নেই ছবি: আনোয়ার হোসেন রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারীর প্রতি সহিংসতা বন্ধে শিক্ষার মাধ্যমে মানুষকে সচেতন করে তোলার উপর জোর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়: নারীর প্রতি সহিংসতা বন্ধে শিক্ষার মাধ্যমে মানুষকে সচেতন করে তোলার উপর জোর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে (টিএসসি) বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মেয়েদের প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে নারীদের শিক্ষার হার বাড়াতে হবে। পাশাপাশি যারা সহিংসতা করছে তাদেরও শিক্ষার মাধ্যমে সচেতন করতে হবে। ’

উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, একবিংশ শতাব্দীতে পৃথিবী জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গেছে। আমাদের দেশে এগিয়ে যাচ্ছে। কিন্তু উন্নত দেশেও নারীর প্রতি সহিংসতা চালানো হচ্ছে। জ্ঞানবিজ্ঞানের এমন যুগে এসে কন্যাশিশুদের উপর নির্যাতন প্রত্যক্ষ করতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক।
 
ঢাবি উপাচার্য বলেন, ‘সমাজে নারী পুরুষ এর সমান অধিকার নিশ্চিত না করলে দেশ এগোতে পারবে না। পিছিয়ে পড়া নারীদের সুযোগ দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়  নারী-পুরুষ এর সমান অধিকারে বিশ্বাসী।
 
‘নারীর প্রতি সহিংসতা গণতন্ত্র, নারী-পুরুষ সমতা ও মানবাধিকারের অন্তরায়’ শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, মহিলা বিষয়ক অধিদফতরের অতিরিক্ত পরিচালক শাহনওয়াজ দিলরুবা খান, ইউএন ওমেন বাংলাদেশের প্রতিনিধি ক্রিস্টিন হান্টার প্রমুখ।

অনুষ্ঠান থেকে নারীর প্রতি সহিংসতা বন্ধে জাতীয় বাজেটে বরাদ্দের দাবি জানানো হয়।

লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে ১৬ দিনের (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসকেবি/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।