ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় নারী মানবপাচারকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
পাথরঘাটায় নারী মানবপাচারকারী গ্রেফতার

বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের কোড়ালিয়া গ্রাম থেকে আলেয়া বেগম নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের কোড়ালিয়া গ্রাম থেকে আলেয়া বেগম নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আলেয়া ওই গ্রামের মৃত আবদুল কাদেরের স্ত্রী।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পাথরঘাটা থানার উপ পরিদশক (এসআই) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, আলেয়া দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত হয়ে ভারতে মানবপাচারের ব্যবসা করতেন।

আলেয়ার বিরুদ্ধে পাথরঘাটা থানায় মানবপাচার মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।