ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
রূপগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২৬) দুপুরে উপজেলার গঙ্গানগর, পাঁচাইখা ও চনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম, ভুলতা ইউনিয়নের পাঁচাইখা এলাকার মৃত কালাইচাঁনের ছেলে কামাল হোসেন, কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে জুয়েল মিয়া ও একই গ্রামের আজাহারের ছেলে আরিফ মিয়া।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের নিজ এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন।

দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময় রফিকুল ইসলাম দিপু, কামাল হোসেন, জুয়েল মিয়া ও আরিফ মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।