ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী ইমাম সমিতির সভাপতি আব্দুর রউপ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
ফেনী ইমাম সমিতির সভাপতি আব্দুর রউপ আর নেই

ফেনী জেলা ইমাম সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রউপ আর নেই (ইন্নালিল্লাহি.....রাজেউন)।

ফেনী: ফেনী জেলা ইমাম সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রউপ আর নেই (ইন্নালিল্লাহি.....রাজেউন)।

শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আসর পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা ও বাদ মাগরিব তার নিজ গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বাউরখুমা গ্রামের পাবিবারিক কবরস্থানে ‍তার দাফন সম্পন্ন হবে।

এদিকে, মাওলানা আব্দুর রউপের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
বিএসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।