ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় একত্রে ৩ সন্তানের জন্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
হাতীবান্ধায় একত্রে ৩ সন্তানের জন্ম ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্নেহলতা রানি (২৪) নামে এক প্রসূতি একত্রে তিনটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্নেহলতা রানি (২৪) নামে এক প্রসূতি একত্রে তিনটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) সকালে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান জন্ম দেন তিনি।

বর্তমানে মা ও শিশু সবাই সুস্থ রয়েছে।

স্নেহলতা রানি উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের দেবেশ চন্দ্রের স্ত্রী।

এদিকে, একত্রে তিন সন্তানের জন্মের খবরে খবর শুনে হাসপাতালে মা ও সন্তানদের দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও আশপাশের মানুষ।

অপরদিকে, হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ওই দম্পতি। পরে তারা জানান, তিন ছেলের নাম রেখেছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রমজান আলী বাংলানিউজকে জানান, মা ও শিশুরা সুস্থ থাকায় দুপুরে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রত্যেক শিশুর ওজন ছিল ১ কেজি ৮০০ গ্রাম করে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।