ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কসহ ক্ষতিগ্রস্ত অন্যান্য সড়কগুলো দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

লালমনিরহাট: লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কসহ ক্ষতিগ্রস্ত অন্যান্য সড়কগুলো দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

 

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মহাসড়কের মহেন্দ্রনগর এলাকায় প্রতিভা ছাত্রসংঘ নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

এতে স্থানীয়দের পাশাপাশি মহাসড়কের চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন-কদমতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, গাড়ি চালক মাইদুল ইসলাম মাসুম, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল ওয়াহাব মণ্ডল, শ্রমিকলীগ নেতা মিনহাজুল হক, প্রতিভা ছাত্রসংঘের সাধারণ সম্পাদক হেলাল হোসেন কবীর প্রমুখ।  

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাই এই মহাসড়কসহ ক্ষতিগ্রস্ত অন্যান্য সড়ক দ্রুত সংস্কারের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।