ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক ও দ‍ুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক ও দ‍ুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (২৬ নভেম্বর) এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ফিদেল কাস্ত্রো ছিলেন একজন মহান মানবতাবাদী নেতা। তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক ছিল।

ফিদেল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে তিনি বলেন, কাস্ত্রো ছিলেন মহান হৃদয়ের অধিকারী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।

‘আমি তার মৃত্যুতে গভীর শোকাহত। একই সঙ্গে তার রাজনৈতিক সহকর্মী ও কিউবার জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি,’ বলেন নাহিদ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।