ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আমতলীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ব্যবসায়ীকে জরিমানা

বরগুনার আমতলী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান এ জরিমানা করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হাসপাতাল সড়কের সুলভ মেডিকেল ও হাওলাদার ট্রেডার্সে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ওই দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।