ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
শরীয়তপুরে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছেলের স্ত্রী ও প্রতিবেশী এক নারীকে হত্যার দায়ে শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার গোবিন্দ চন্দ্র কবিরাজ (৫৬) নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

শরীয়তপুর: ছেলের স্ত্রী ও প্রতিবেশী এক নারীকে হত্যার দায়ে শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার গোবিন্দ চন্দ্র কবিরাজ (৫৬) নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাউর রহমান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮ জুলাই সকালে ভেদরগঞ্জ উপজেলার পাচালিয়া গ্রামের গোবিন্দ চন্দ্র কবিরাজ তার পুত্রবধূ অর্চনা কবিরাজ ও প্রতিবেশী লালমোহন কবিরাজের স্ত্রী রানী বালাকে মুগুর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। পরে ওই ঘটনায় লালমোহন কবিরাজ বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

দীর্ঘ সাড়ে ৬ বছর মামলাটি চলার পর মঙ্গলবার আদালত এ রায় দেন।

মামলায় আসামিপক্ষের কোনো আইনজীবী না থাকায় পরবর্তীতে স্টেট ডিফেন্স হিসেবে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও অ্যাডভোকেট বজলুর রশিদ আখন্দকে নিযুক্ত করা হয়। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা হজরত আলী।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।