ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেরত এলো ভারতে পাচার ৬ নারী-শিশু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ফেরত এলো ভারতে পাচার ৬ নারী-শিশু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই বছর আগে ভারতে পাচার হওয়া বাংলাদেশি পাঁচ নারী ও এক শিশুকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বেনাপোল (যশোর): দুই বছর আগে ভারতে পাচার হওয়া বাংলাদেশি পাঁচ নারী ও এক শিশুকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ২টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা নারী ও শিশু কক্সবাজার, খুলনা, নড়াইল ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, ফেরত আসা ছয় জনকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ মহিলা আইজীবী সমিতির হাতে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কাউন্সিলর নুরুন্নাহার বাংলানিউজকে জানান, দুই বছর আগে ভালো কাজের প্রলোভন দেখিয়ে পাচারকারীরা তাদের দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যান। এরপর ভারতীয় পুলিশ তাদের পাচারকারীদের হাত থেকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে।

সেখান থেকে ভারতের নিলুয়া হোম সেন্টার নামে একটি এনজিও তাদের নিজেদের জিম্মায় নেয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।

তিনি আরো জানান, এদের মধ্যে কেউ পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চাইলে তাকে আইনি সহায়তা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এজেডএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।