ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
রূপগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

আটক দুই ব্যবসায়ী হলেন- কেরানীগঞ্জ থানার সুবাঙ্গ এলাকার মৃত সুদির দাসের ছেলে সুজন দাস (২৪) ও কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়ার ইসমাইল হোসেন (৪৭)।

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাসেল আহাম্মেদ বাংলানিউজকে জানান, সুজন ও ইসমাইল দু’জনই শীর্ষ মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন।

দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ সদর এলাকা থেকে ১৯ পিস ইয়াবাসহ সুজনকে ও কাঞ্চন চৌধুরীপাড়া এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ ইসমাইলকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।