ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তথ্য বিভ্রাট না করার আহ্বান তথ্যমন্ত্রীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
তথ্য বিভ্রাট না করার আহ্বান তথ্যমন্ত্রীর

সাংবাদিকদের সংবাদ পরিবেশনের সময় সরকারের সমালোচনার ক্ষেত্রে তথ্য বিভ্রাট না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ঢাকা: সাংবাদিকদের সংবাদ পরিবেশনের সময় সরকারের সমালোচনার ক্ষেত্রে তথ্য বিভ্রাট না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, আপনারা সমালোচনা করুন, আপত্তি নেই।

কিন্তু তথ্য বিভ্রাটের মাধ্যমে জঙ্গিবাদের উস্কানি দেবেন না।

তথ্যমন্ত্রী আরো বলেন, সরকার সব সময়ই সাংবাদিকদের পক্ষে আছে।  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। তবে কোনো কোনো বিষয়ে আমাদের মতপার্থক্য থাকতে পারে। কিন্তু স্বাধীনতাবিরোধী ও জঙ্গিবাদ শক্তি পায় এমন পরিস্থিতি থেকে আমাদের দূরে থাকতে হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা রির্পোর্টাস ইউনিটির বার্ষিক সাধারণ সভা ২০১৬-এ অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকাল ১০টা থেকে শুরু হয়ে এ সভা চলে দুপুর পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।