ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় চার চাঁদাবাজ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
চুয়াডাঙ্গায় চার চাঁদাবাজ গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় চরমপন্থি সংগঠনের পরিচয়ে চাঁদাবাজির সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় চরমপন্থি সংগঠনের পরিচয়ে চাঁদাবাজির সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার রামননগর কলাবাড়ী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- রামননগর কলাবাড়ী গ্রামের জিন্নাহর ছেলে কালু মিয়া (৩০), একই গ্রামের আবুল কাশেমের ছেলে হিরণ মিয়া (২৮), ইছামুদ্দিনের ছেলে মুসা মিয়া (২৮) ও ইসমাইল মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম (৩২)।

পুলিশ সূত্র বলছে, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইটভাটার মালিকদের কাছে চরমপন্থি দলের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন তারা। মালিকরা চাঁদা না দিলেই ইটভাটায় বোমা হামলা চালাতেন গ্রেফতাররা।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি-বোমাসহ অসংখ্য মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের জেলা গোয়েন্দা পুলিশের কার্যলয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।