ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বুধবার ঢাকা আসছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
বুধবার ঢাকা আসছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

দুইদিনের সফরে ঢাকা আসছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার। ১১ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ভারতীয় বিশেষ বিমানযোগে বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে...

ঢাকা: দুইদিনের সফরে ঢাকা আসছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার। ১১ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ভারতীয় বিশেষ বিমানযোগে বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে তার।


 
প্রতিনিধিদলে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর উপ-প্রধানরাও রয়েছেন।
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রস্তুতিসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করবেন তিনি। আগামী ১৮ ডিসেম্বর তিনদিনের সফরে নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
 
কুর্মিটোলায় ভারতীয় প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানাবেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 
সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। এছাড়াও প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের (অব.) সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
জেপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।