ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

১০ লাখ টাকায় বাঁচতে পারেন ক্যান্সার‍ আক্রান্ত খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
১০ লাখ টাকায় বাঁচতে পারেন ক্যান্সার‍ আক্রান্ত খোকন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দরিদ্র পরিবারের সন্তান মো. খোকন (৩০)। সহায়-সম্বল বলতে ভিটেমাটিটুক। তবু স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভ্যানচালক খোকনের ছিল সুখের সংসার।

ঝিনাইদহ: দরিদ্র পরিবারের সন্তান মো. খোকন (৩০)। সহায়-সম্বল বলতে ভিটেমাটিটুক।

তবু স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভ্যানচালক খোকনের ছিল সুখের সংসার।

কিন্তু মরণব্যাধি ক্যান্সারে সংসারের সব সুখ উবে গেছে খোকনের। ত‍ার চিকিৎসায় সাধ্যানুযায়ী খরচ করে পরিবারও এখন নিঃস্ব।

তবু খোকন স্বপ্ন দেখেন বাঁচার। স্ত্রী-সন্তান ও পরিজন নিয়ে আগের মতো জীবন যাপনের। খোকনের চিকিৎসার জন্য প্রয়োজন মাত্র ১০ লাখ টাকার। কিন্তু হতদরিদ্র খোকন বা ‍তার দিনমজুর বাবার পক্ষে এ টাকা যোগাড় করা অসম্ভব।

ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতী লস্কর পাড়ার মো. শরাফতের ছেলে খোকন। পেশায় ভ্যানচালক খোকনের সংসারে রয়েছে ৬ ও ৪ বছর বয়সী ২ ছেলে। কিন্তু তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি এডিনোকারসিনোমা নামে এক রোগ।

নিজের শেষ সহায়-সম্বল বিক্রি করে ইতোমধ্যে খোকনকে দেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তার বাবা। কিন্তু খোকনের চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার দরকার। সে সামর্থ্য না থাকায় মৃত্যুর প্রহর গুণছেন খোকন।

খোকনের পরিবারের লোকজন জানানা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা গেলে খোকনকে বাঁচানো সম্ভব। কিন্তু তাদের পক্ষে এ টাকা যোগাড় করা সম্ভব নয়।

খোকনকে বাঁচাতে দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

খোকনকে বিকাশের মাধ্যমে ০১৯১২০৯০৬০২ নম্বরে (মো. আব্দুর রশিদ, খোকনের চাচা) অর্থ সহায়তা করা যাবে।

এছাড়া চলতি হিসাব নম্বর- ১২৮১, বাংলাদেশ কৃষি ব্যাংক, ঝিনাইদহ শাখা, ঝিনাইদহ-র মাধ্যমেও খোকনকে সহায়তা করা যাবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।