ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ আটক ১

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ বোরহান উদ্দীন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

ঝিনাইদহ: ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ বোরহান উদ্দীন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।
 
মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি হরিণাকুন্ডু উপজেলার বরিশখালী গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার সরজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এ সময় দেহ তল্লাশি করে বিদেশি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড গুলিসহ বোরহানকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বোরহানকে বুধবার (৩০ নভেম্বর) আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।