ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে নবান্ন উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
খাগড়াছড়িতে নবান্ন উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।

খাগড়াছড়ি: নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি অফির্সাস ক্লাবে পিঠা মেলা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির উদোগে উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।  

এ সময় উপস্থিত ছিলেন-খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা ও সুদর্শন দত্ত প্রমুখ।

উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা পদের পিঠা নিয়ে অংশ নেয়। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় ও সেরা স্টলকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।