ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ক্রিয়েচার মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
বগুড়ায় ক্রিয়েচার মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ায় ক্রিয়েচার মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বগুড়া: বগুড়ায় ক্রিয়েচার মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের সাতমাথায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাজাহানপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের এমপি নুরুল ইসলাম ওমর।

তিনি বলেন, সুন্দর সমাজ গঠনে সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশ্বে ছড়িয়ে দিতে হবে। সংস্কৃতমনা মানুষ কখনো অপরাধ করতে পারেনা।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সাংস্কৃতিক কর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।  

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু।

এছাড়া সভায় সদর উপজেলা জাপার সভাপতি এইচএম ইকবাল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহিদ, রোটারিয়ান মেজবা উল আলম, ক্রিয়েচার মাল্টিমিডিয়ার পরিচালক জাহাঙ্গীর আলম জয়, তারাজুল ইসলাম, আশরাফুল ইসলাম লাভলু, শাহ জালাল, সোহাগ, রাব্বী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জামান রায়হান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।