ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণায় আনন্দ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণায় আনন্দ-মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ বগুড়ার মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণায় আনন্দ মিছিল করেছেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বগুড়া: ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ বগুড়ার মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণায় আনন্দ মিছিল করেছেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের করেন তারা।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে ফিরে যায়। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, সনৎ কুমার সরকার, জিহাদ আল হাসান জুয়েল, আতাউর রহমান আতা, আসলাম হোসেন, শেখ ফারহান আল অরছি, মোজাম্মেল হক বুলবুল, বিশ্বজিত কুমার সাহা, আব্দুর রউফ, জাকিউল আলম জনি, ওবায়দুল সরকার স্বপন, শামীম হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে। যেকোনো চক্রান্ত মোকাবেলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এমবিএইচ/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।