ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাঘার মীরগঞ্জ সীমান্তে ফেনসিডিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
বাঘার মীরগঞ্জ সীমান্তে ফেনসিডিল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহীর বাঘার মীরগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ওই এলাকায় টহল দেওয়ার সময় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়

রাজশাহী: রাজশাহীর বাঘার মীরগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ওই এলাকায় টহল দেওয়ার সময় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রাজশাহীর মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার মজিবুর রহমান বাংলানিউজকে জানান, জেলার বাঘা থানাধীন ভানুকা বালুরঘাট নামক এলাকায় টহল পরিচালনার সময় ৭শ’ ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দ হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ৪৮ হাজার টাকা।

তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এতে ফেনসিডিল পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবির ওই টহল দল।

জব্দ করা ফেনসিডিলগুলো ব্যাটালিয়নের সদর দফতরে জমা হয়েছে। পরে তা ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এসএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।