ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ইমিগ্রেশন কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
বেনাপোলে ইমিগ্রেশন কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার 

বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামে তৃপ্তি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বেনাপোল (যশোর): বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামে তৃপ্তি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তৃপ্তি বেনাপোল ইমিগ্রেশনের সহকারী উপপরিদর্শক রাকিবুল ইসলামের স্ত্রী।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, এএসআই রাকিবুল ছোট আঁচড়া গ্রামে এক বাড়িতে ভাড়া থাকতেন। সন্ধ্যায় তিনি অফিস শেষ করে বাড়িতে ফিরে দেখতে পান ঘরে ফ্যানের সঙ্গে তার স্ত্রীর মরদেহ ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা সেখানে যান।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)শামিম আহম্মেদ মরদেহ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এজেডএইচ/পিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।