ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ জেলায় টমটমসহ অন্যান্য অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় টমটমসহ অন্যান্য অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভম্বর) রাতে প্রশাসনের হস্তক্ষেপে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

পরে হবিগঞ্জ জেলা শহরে মাইকিং করে জনসাধারণকে বিষয়টি অবগত করা হয়েছে।

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব শঙ্খ শুভ্র রায় বাংলানিউজকে বলেন, মহাসড়কসহ সব সড়কে অবৈধ টমটম চলাচলের ব্যাপারে আমরা ধর্মঘট আহ্বান করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।