ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে বিভিন্ন মামলার ১০২ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
রংপুরে বিভিন্ন মামলার ১০২ আসামি গ্রেফতার

রংপুরে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ১০২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর: রংপুরে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ১০২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা ছিলো।

বুধবার সকালে গ্রেফতারদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান আবদুল্লাহ আল ফারুক।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬

এএটি/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।