ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জেলিমিশ্রিত ২ মণ চিংড়ি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বরিশালে জেলিমিশ্রিত ২ মণ চিংড়ি জব্দ

বরিশাল নগরের পোর্টরোড এলাকায় যৌথ অভিযান ‍চালিয়ে জেলিমিশ্রিত দুই মণ (৮০ কেজি) চিংড়ি জব্দ করেছে জেলা মৎস বিভাগ ও নৌ-পুলিশ সদস্যরা।

বরিশাল: বরিশাল নগরের পোর্টরোড এলাকায় যৌথ অভিযান ‍চালিয়ে জেলিমিশ্রিত দুই মণ (৮০ কেজি) চিংড়ি জব্দ করেছে জেলা মৎস বিভাগ ও নৌ-পুলিশ সদস্যরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করা হয়।



বিয়ষটি নিশ্চিত করে বরিশাল নৌ-বন্দরের নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দের পর চিংড়িগুলো নৌ-পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এমএস/এজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।