ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাটু‌রিয়ায় চোর সন্দেহে আটক ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
সাটু‌রিয়ায় চোর সন্দেহে আটক ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মা‌নিকগঞ্জের সাটু‌রিয়া উপজেলার দিঘু‌লিয়া ইউনিয়নে চোর সন্দেহে পাঁচ ব্য‌ক্তিকে আটক করেছে স্থানীয়রা।

সাটু‌রিয়া, মানিকগঞ্জ: মা‌নিকগঞ্জের সাটু‌রিয়া উপজেলার দিঘু‌লিয়া ইউনিয়নে চোর সন্দেহে পাঁচ ব্য‌ক্তিকে আটক করেছে স্থানীয়রা।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) মধ্যরাতে উপজেলার শিমুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের হা‌বিবুর রহমানের ছেলে আসলাম (২৮), একই গ্রামের ছলামের ছেলে সোহেল (২০), মৃত সোনা উল্লার ছেলে মহব্বত আলী (৩০), নাটোরের চামারি উপজেলার আফতাব হোসেনের ছেলে কালাম (৩৫) ও সাটু‌রিয়ায় পুলসুরা গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে হা‌তিম আলী (৩৫)।

দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ম‌তিয়ার রহমান বাংলা‌নিউজকে জানান, রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা তাদের আটক করেন। বর্তমানে তাদের পুলশুরা গ্রামে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রমাণিত হলে জড়িতদের পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।