ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের নতুন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
সিলেটের নতুন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে শিগগিরই যোগদান করছেন পুলিশ সদর দফতরের উপ-মহাপরিদর্শক

সিলেট: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে শিগগিরই যোগদান করছেন পুলিশ সদর দফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) গোলাম কিবরিয়া। তবে কবে নাগাদ তিনি যোগ দিচ্ছেন, তার সুনির্দিষ্ট তারিখ জানা যায়নি।


বর্তমান এসএমপি কমিশনার কামরুল আহসানকে ‘বিপিএম’ সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক আদেশে কর্মকর্তাদের বদলি ও পদায়ন করার বিষয়টি জানানো হয়।


অন্যদিকে, সিলেট রেঞ্জের বর্তমান ডিআইজি মো. মিজানুর রহমান ‘পিপিএম-সেবা’ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে যোগদান করবেন।


সিলেটে যোগদানের আগে নতুন কমিশনার গোলাম কিবরিয়া সুনামগঞ্জ ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।  


বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এনইউ/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।