ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রায়ে খুশি নন মানিক সাহার পরিবার-সহকর্মীরা

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
রায়ে খুশি নন মানিক সাহার পরিবার-সহকর্মীরা

দীর্ঘ একযুগ পর খুলনার সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার রায়ে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

খুলনা: দীর্ঘ একযুগ পর খুলনার সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার রায়ে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

এ হত্যাকাণ্ডে দায়ের করা বিস্ফোরক মামলার রায়ও ঘোষণা করা হয়েছে। এতে আসামিদের খালাস দেওয়া হয়েছে।

তবে রায়ে খুশি নন মানিক সাহার পরিবার ও সহকর্মী সাংবাদিকরা। তাদের আশা ছিল দোষীদের মিলবে সর্বোচ্চ শাস্তি ফাঁসি।

আদালতে আসা মানিক সাহার ছোট ভাই প্রদীপ সাহা রায়ের বিষয়ে মতামত প্রকাশ করে বলেন, আমরা সন্তুষ্ট নই। মামলায় প্রথম থেকেই চার্জশিটে মদতদাতা, অর্থদাতাদের নাম আসেনি। যে কারণে তারা পার পেয়ে গেছেন।

ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে এমনটাই আশা করেছিলেন তিনি।

তবে মানিক সাহার স্ত্রী নন্দা সাহা, মেয়ে নাতাশা ও পর্শিয়া সাংবাদিকদের সামনে রায়ের প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন বলেন, রায়ে আমরা কেউ খুশি নই। রায়ের কপি দেখে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবো।

মানিক সাহার ঘনিষ্ট সহকর্মী খুলনা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মল্লিক সুধাংশু বাংলানিউজকে বলেন, মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার ঘোষিত রায়ে আমরা হতাশ হয়েছি। আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা ছিলো। পাশাপাশি মদতদাতাদেরও শাস্তি হবে আশা ছিলো।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এমআরএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।