ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়া কলেজে শিক্ষক হত্যার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
ফুলবাড়িয়া কলেজে শিক্ষক হত্যার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফুলবাড়িয়া কলেজে পুলিশের হামলা এবং শিক্ষক হত্যার তদন্তের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট খাগড়াছড়ি শাখা।

খাগড়াছড়ি: ফুলবাড়িয়া কলেজে পুলিশের হামলা এবং শিক্ষক হত্যার তদন্তের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট খাগড়াছড়ি শাখা।

বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় শহরের শাপলা চত্বর থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন-সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের খাগড়াছড়ি শাখার আহ্বায়ক কবির হোসেন, সদস্য সচিব অরিন্দম কৃষ্ণ দে ও খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার আহ্বায়ক স্বাগতম চাকমা প্রমুখ।

সভা থেকে ফুলবাড়িয়া কলেজের শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়া, পুলিশের হামলা এবং শিক্ষক হত্যার তদন্তপূর্বক বিচার ও ফুলবাড়িয়া কলেজকে জাতীয়করণ করার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।