ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি পৌরসভায় এডিবি মিশনের টিএলসিসি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
খাগড়াছড়ি পৌরসভায় এডিবি মিশনের টিএলসিসি সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তৃতীয় নগর ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের (ইউজিপ-৩) আওতায় খাগড়াছড়ি পৌরসভায় এডিবি মিশন আগমন উপলক্ষে বিশেষ টিএলসিসি সভা হয়েছে।

খাগড়াছড়ি: তৃতীয় নগর ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের (ইউজিপ-৩) আওতায় খাগড়াছড়ি পৌরসভায় এডিবি মিশন আগমন উপলক্ষে বিশেষ টিএলসিসি সভা হয়েছে।

 

বুধবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- ইউজিপ-৩’র প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম আখন্দ।

এসময় উপস্থিত ছিলেন- এডিবি’র নগর উন্নয়ন বিশেষজ্ঞ আলেকজেন্দ্রা ভূগল, এডিবি, বিআরএম’র শহুরে পরিকাঠামোর সিনিয়র প্রকল্প কর্মকর্তা শহিদুল আলম, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর ও টিএলসিসি সদস্যরা।

এর আগে, খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন স্থানে নির্মিত বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন অতিথিরা। একই সঙ্গে শীতার্তদের মধ্যে কম্বল ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।