ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ডাকাতির অভিযোগে আ’লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
মুন্সীগঞ্জে ডাকাতির অভিযোগে আ’লীগ নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলকে ডাকাতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলকে ডাকাতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীনগর বাইপাস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।


 
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান বাংলানিউজকে জানান, ডাকাতি মামলায় গ্রেফতার দুই আসামির জবানবন্দিতে দেওয়া তথ্য মোতাবেক মিটুলকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, মিটুলকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছনবাড়ী বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু’পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয়।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।