ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যমুনার ভাঙনে হুমকির মুখে সারিয়াকান্দির দড়িপাড়া গ্রাম

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
যমুনার ভাঙনে হুমকির মুখে সারিয়াকান্দির দড়িপাড়া গ্রাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শুষ্ক মৌসুমে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভাঙনে হুমকির মুখে পড়েছে উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রাম।

সারিয়াকান্দি (বগুড়া): শুষ্ক মৌসুমে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভাঙনে হুমকির মুখে পড়েছে উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রাম।

 

প্রতিদিন নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি ও বসতভিটা।

এছাড়া হুমকির মুখে রয়েছে গ্রামের নদী তীরবর্তী প্রায় ৫ শতাধিক পরিবার। যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

দড়িপাড়া এলাকায় নদী ভাঙন প্রতিরোধে নদী তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় নির্মিত সিসি ব্লকসহ বিস্তীর্ণ এলাকা নদীর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

কামালপুর ইউনিয়ন পরিষদ (ইউএনও) চেয়ারম্যান হেদাইতুল ইসলাম জানান, দড়িপাড়া গ্রামের উজানে ও ভাটিতে নদী তীর সংরক্ষণ কাজ করা হলেও দড়িপাড়া গ্রামে দেড় কিলোমিটার এলাকায় কোন কাজ না হওয়ায়  নদী ভাঙন অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না।

বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, ৩০২ কোটি টাকা ব্যয়ে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের ধলিরকান্দি থেকে রৌহাদহ পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়েছে।
খুব শিগগিরই দড়িপাড়া গ্রামের নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।