ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
গজারিয়ায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জের গজারিয়ায় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে গজারিয়া মুক্তিযোদ্ধা সংসদ।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে গজারিয়া মুক্তিযোদ্ধা সংসদ।

বুধবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, দশ দিনের মধ্যে রফিকুল ইসলামের হত্যা চেষ্টার আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে মুক্তিযোদ্ধা ও জনগণ।

সোমবার (২৮ নভেম্বর) রাতে বাড়ি ফেরার পথে স্থানীয় মাদক ব্যবসায়ী শহিদুল্লাহসহ ১৫-২০ জনের একটি দল তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।