ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতি সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতি সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি: পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএস জাকির হোসেনের সভাপতিত্বে বর্ষপূর্তি পালন সম্পর্কে আলোচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের সদস্য রেমালিয়ান পাংখোয়া ও নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ।

সভায় জানানো হয়, পার্বত্য চুক্তির ১৯ তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।