ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল বন্ধ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গার দর্শনা আর্ন্তজাতিক রেল স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা আর্ন্তজাতিক রেল স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দর্শনা স্টেশন থেকে একশ গজ দূরে রেলক্রসিংয়ের কাছে এ  দুর্ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনায় দর্শনা-মুজিবনগর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে দর্শনা স্টেশন বন্দর থেকে ছেড়ে আসা ভারতগামী মালবাহী ওই ট্রেনটি দর্শনা পুরাতন বাজার রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে কলকাতার সঙ্গে ঢাকা রুটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দর্শনা আর্ন্তজাতিক স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী  ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছালেই উদ্ধারকাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।