ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ইতিহাসে এই দিন

কুদরাত-এ-খুদার জন্ম, খান আতার প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
কুদরাত-এ-খুদার জন্ম, খান আতার প্রয়াণ

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সে সব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সে সব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন।

০১ ডিসেম্বর, ২০১৬, বৃহস্পতিবার। ১৭ অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
-১৬৪০ সালে স্পেনের দখল থেকে পর্তুগাল স্বাধীনতা পায়।
-১৯১৮ সালে আইসল্যান্ড স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য হয়।
-১৯২০ পি. জে. হার্টগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন।
-১৯৫৫ সালে মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং [জুনিয়র] যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলন শুরু করেন।
-১৯৫৯ সালে অ্যান্টার্কটিকা মহাদেশ শুধু বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হবে- এ মর্মে ১২টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়।
-১৯৬৭ সালে রাজকীয় গ্রিনউইচ মানমন্দিরে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় টেলিস্কোপ ‘আইজাক নিউটন’ চালু  করা হয়।

ব্যক্তি
-১৭৬১ সালে মোমের ভাস্কর্যশিল্পী মাদাম মেরি তুসোর জন্ম।
-১৯০০ সালে বিজ্ঞানী ড. মুহম্মদ কুদরাত-এ-খুদার জন্ম।
মুহম্মদ কুদরাত-এ-খুদা বা ড. কুদরাত-এ-খুদা ছিলেন একজন বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ।

মৃত্যু
-১৯২৮ সালে কলম্বীয় কবি ও ঔপন্যাসিক হোসো রিভেরার মৃত্যু।
-১৯৫২ মুহাম্মদ আবদুল্লাহিল বাকী, ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী।
-১৯৯৭ খান আতাউর রহমান, বাংলাদেশি চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা।
খান আতাউর রহমান- খান আতা নামে বহুল পরিচিত। চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত এ দেশ তোমার আমার তার অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র। নবাব সিরাজউদ্দৌল্লা (১৯৬৭) এবং জীবন থেকে নেওয়া (১৯৭০) চলচ্চিত্র দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। সুজন সখী (১৯৭৫) চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরে এখনও অনেক রাত (১৯৯৭) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ও শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

দিবস
বিশ্ব এইডস দিবস (আন্তর্জাতিক)
শিক্ষক দিবস (পানামা)
জাতীয় দিবস (মায়ানমার)

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।