ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সিসি টিভির আওতায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সিসি টিভির আওতায়

বরগুনা জেলা প্রশাসকের অফিস কক্ষসহ এ কার্যালয়ের ১০টি শাখায় সিসি টিভি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিসি টিভিগুলো স্থাপন করা হয়।

বরগুনা: বরগুনা জেলা প্রশাসকের অফিস কক্ষসহ এ কার্যালয়ের ১০টি শাখায় সিসি টিভি স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিসি টিভিগুলো স্থাপন করা হয়।

ফলে জেলা প্রশাসক তার কক্ষে বসেই সব শাখার কার্যক্রম মনিটর করতে পারবেন। এতে জেলা প্রশাসনের কাজে আরও গতিশীলতা আসবে। পাশাপাশি সবার গতিবিধি মনিটরিং এর কারণে অপরাধমূলক কর্মকাণ্ডও কমে যাবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম বাংলানিউজকে বলেন, কার্যালয়ের মধ্যে ১০টি সিসি টিভি স্থাপন করা হয়েছে। এতে মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।