ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ধামরাইয়ে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ধামরাইয়ে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২ যুগে পদার্পণ উপলক্ষে ধামরাই উপজেলা কমিটির পক্ষ থেকে ৠালি ও মানববন্ধন করা হয়েছে।

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২ যুগে পদার্পণ উপলক্ষে ধামরাই উপজেলা কমিটির পক্ষ থেকে ৠালি ও মানববন্ধন করা হয়েছে।

নিরাপদ সড়ক চাই’র সাফল্য ও গৌরবের ২৪ বছর পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে র্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়।

র্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন-ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই’র, আহব্বায়ক সাংবাদিক রেজাউর রহমান রেজা, কমিটির সদস্য সচিব সাংবাদিক মো. নাহিদ মিয়া, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো. লোকমান হোসেন, নয়া দিগন্ততের সাংবাদিক এবং ধামরাই প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নবীন চৌধুরী, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ধামরাই করেসপন্ডেন্ট মো. ওয়াসিম হোসেন, দৈনিক খবর ধামরাই প্রতিনিধি, মিলন সিদ্দীকি, ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মুকুল মিয়াসহ পুলিশ, শিক্ষক, চিকিৎসক, পরিবহন এবং উক্ত সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। পরে দুপুর ১২টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।  

অনুষ্ঠনে বিশেষ সহযোগী ছিলেন- কমিটির সদস্য, মো. রাহিম, মনিরুল ইসলাম, আতাউর রহমান, সাগর হোসেন ও মিলন হোসেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।