ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চালু হলো দোয়েল পরিবহনের নতুন বাস সার্ভিস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
চালু হলো দোয়েল পরিবহনের নতুন বাস সার্ভিস বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যাত্রীদের আধুনিক সেবা দিতে চালু হলো দোয়েল পরিবহন লিমিটেডের বাস সার্ভিস। সাভারের ডিইপিজেড থেকে আব্দুল্লাহপুর, খিলক্ষেত হয়ে মিরপুর গাবতলী রুটে চলাচল করবে বাসটি।  

আশুলিয়া (সাভার): যাত্রীদের আধুনিক সেবা দিতে চালু হলো দোয়েল পরিবহন লিমিটেডের বাস সার্ভিস। সাভারের ডিইপিজেড থেকে আব্দুল্লাহপুর, খিলক্ষেত হয়ে মিরপুর গাবতলী রুটে চলাচল করবে বাসটি।

 

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে বাইপাইলে ধামসোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়েল পরিবহন লিমিটেড সার্ভিসের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রিয়াজ মিনহাজ, সাবেক চেয়ারম্যান আব্দুল করিম ভূঁইয়া, আশুলিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন খান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. শহীদুল্লাহ মুন্সীসহ আশুলিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা চৌধুরী প্রম‍ুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রীদের ভোগান্তি কমিয়ে আধুনিক সেবা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দোয়েল পরিবহন লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।