ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হানাদার মুক্ত দিবসে বেতাগীতে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
হানাদার মুক্ত দিবসে বেতাগীতে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেতাগী হানাদার মুক্ত দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও সংসদের পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা: বরগুনায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেতাগী হানাদার মুক্ত দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও সংসদের পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুর ১০টার দিকে মুক্তিযুদ্ধো সংসদ বেতাগী উপজেলা সংসদের উদ্যোগে সংসদের স্থানীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা কমান্ডার আব্দুল ওয়াজেদ হাওলাদারের সভাপতিত্বে এতে পতাকা উত্তোলন করেন তৎকালীন সেনাবাহিনীর উপ-ল্যান্স নায়েক ও যুদ্ধকালীন কমান্ডার মো. মোতালেব সিকদার।

এ সময় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন খান, পৌর কমান্ডার মোশারেফ হোসেন নসু, মোকামিয়া ইউনিয়ন কমান্ডার বাবু সুধীর রঞ্জন, বিবিচিনি ইউনিয়ন কমান্ডার আব্দুল খালেক মিনা ও মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।