ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানিয়েছে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ দাবিতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ড।

সাতক্ষীরা: ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানিয়েছে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ দাবিতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ড।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট কার্যালয়ের স‍ামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা ডেপুটি কমান্ডার শফিক আহমেদ, সদর উপজেলা সহকারী কমান্ডার আব্দুল করিম, বৈকারী ইউনিয়ন কমান্ডার আব্দুস সামাদ, উপজেলা সহকারী কমান্ডার (ক্রীড়া) ইমান আলী, বাঁশদহা ইউনিয়ন কমান্ডার আব্দুল লতিফ
প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সংসদ দীর্ঘদিন ধরে ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।