ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রামগড়ে তথ্য অধিকার আইন বিযয়ক সভা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
রামগড়ে তথ্য অধিকার আইন বিযয়ক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার আইন বিযয়ক এক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 

রামগড় (খাগড়াছড়ি): রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার আইন বিযয়ক এক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে তথ্য কমিশনের সহযোগিতায় উপজেলা টাউন হলে এ সভার আয়োজন করা হয়।



রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের সচিব  মো. রফিকুজ্জামান।

সভায় বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার ভূমি তামান্না নাসরিন উর্মি, অফিসার ইনচার্জ মাইন উদ্দিন, জেলা তথ্য অফিসার মহসিন হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার।

তথ্য কমিশনের সচিব মো. রফিকুজ্জামান বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ সরকারের একটি মহত উদ্যোগ। জনগনের কল্যাণে গৃহীত যে কোন নীতি, কর্মসূচি ও কর্মকাণ্ডের বিযয়ে জনগনের স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। এ আইন প্রত্যেক নাগরিকের জন্য একটি অন্যতম রক্ষাকবচ।

সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।